২৩ রানের জন্য ফেরারি মিস আর্যবীরের

1 month ago 30
২৯৭ রানে গিয়ে থামলেন বীরেন্দর শেবাগের বড় পুত্র অর্যবীর শেবাগ। তাতেই বাবা শেবাগ ইনস্টাগ্রাম পোস্ট করে জানালেন, ফেরারিটা আর পাওয়া হলো না আর্যবীরের। ২৩ রান কম করেছে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে খেলা উদীয়মান আর্যবীর। তারপরও এমন দুর্দান্ত ইনিংসের জন্য শুভ কামনা জানিয়েছেন বাবা শেবাগ। ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের চার দিনের টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ার বিপক্ষে ৩ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেছেন আর্যবীর। ৩০৯ বলে ২৯৭ রানের এই ইনিংসে ছক্কা ছিল ৩টি, চার ৫১টি—স্ট্রাইক রেট ৯৬.১২। পরে স্কোর কার্ডসহ এক পোস্টে শেবাগ লিখেছেন, ‘ভালো খেলেছ আর্যবীর শেবাগ। ২৩ রানের জন্য ফেরারিটা মিস করলে। কিন্তু ভালো করেছ, ভেতরকার এই আগুনটা ধরে রাখো এবং আরও অনেক বড় সেঞ্চুরি, ডাবল ও ট্রিপল করো। খেলে যাও।’ অবশ্য ফেরারির গল্পটা জানতে হলে একটু পেছনেই যেতে হবে। ২০১৫ সালে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ একটি তথ্য জানিয়েছিলেন। তিনি নাকি তার সন্তানদের বলছিলেন, স্কুলের ক্রিকেটেও যদি ৩১৯ রান পেরোতে পারো, তাহলে ফেরারি উপহার দিব। এখন প্রশ্ন হতে পারে ৩১৯ই কেন বলেছিলেন শেবাগ! উত্তরটা খুব সহজ। ক্যারিয়ারজুড়ে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া শেবাগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩১৯—সেটা পেরোতে পারলেই তাই সন্তানদের ফেরারি দেওয়ার কথা বলেছিলেন তিনি। অবশ্য তাদের বাবার মতোই হতে হবে কিংবা ক্রিকেটারই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছিলেন শেবাগ।
Read Entire Article