২৪ কোটি টাকার উন্নয়ন ‘জলে’
ময়মনসিংহের ভালুকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শহীদ সমশের রোড (সিডস্টোর-সখীপুর সড়ক) এখন গর্ত আর জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, জানা গেছে, ২০২১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪ কোটি টাকা ব্যয়ে সড়কের প্রায় ১৩.৭ কিলোমিটার অংশে উন্নয়ন কাজ সম্পন্ন করে। কিন্তু নির্মাণে নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে শুরু থেকেই। মাত্র দুই বছরের মাথায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, যার কারণে এখন প্রায়ই ঘটে দুর্ঘটনা।
প্রতিদিন হাজারো শ্রমিকবাহী বাস, পণ্যবাহী গাড়ি, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। কিন্তু বাটাজোড়া মিলপাড়, আরএমটি জুট মিল এবং চাঙেরপাড় এলাকায় রাস্তাটির অবস্থা সবচেয়ে করুণ। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে থাকে, ফলে প্রায়ই গাড়ি উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এতে বিকল হয় যানবাহন, আর যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম-নীতি উপেক্ষা করে কাজ করায় কয়েক বছরের মধ্যেই রাস্তা ভেঙে গেছে। তারা বলেন, ২৪ কোটি টাকার উন্নয়ন কোথায় গেল, এখন সেটা রাস্তার গর্তেই হারিয়ে গেছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অতি দ্রুত ওই সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, এই সড়কটি ভালুকা উপজেলা ও টাঙ্গাইলের সখীপুর সংযোগের প্রাণশক্তি, তাই দেরি না করে সঠিকভাবে সংস্কার না করলে দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে।

3 weeks ago
19









English (US) ·