সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন। এদিন দেশব্যাপী ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৪১ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২১ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। তবে এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪৪৫ জনের। এর মধ্যে ৪৭৩ জনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। মারা গেছেন ১৯ জন।
এসইউজে/এএমএ/এমএস