অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। রোববার (১২ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ১৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এক লাখ নয় হাজার ৬৬০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।
প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালানা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।
সূত্র: এএফপি
এমএসএম