২৪ ঘণ্টায় মোটরসাইকেল থেকে টোল আদায় ৩ লাখ ৯ হাজার

2 days ago 16

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনর চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতই চলছে যানবাহন। তবে এ মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা) এ সেতু দিয়ে ছয় হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন লাখ ৯ হাজার ৭৫০ টাকা। ঢাকা- টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়ক দিয়ে যমুনা সেতুর টোল প্লাজায় মোটারসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

২৪ ঘণ্টায় মোটরসাইকেল থেকে টোল আদায় ৩ লাখ ৯ হাজার

যমুনা সতু কর্তপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাক।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুপাশেই মোটরসাইকলের জন্য আলাদা দুটি বুথ রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএস

Read Entire Article