২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা
নারী ফুটবল লিগ মানেই যেন গোলবন্যা। আজও এক ম্যাচে ২৪ গোল হয়েছে। ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ২৪-০ গোলে কাচারীপাড়া একাদশকে পরাজিত করে।
আলপি আক্তার ও প্রীতি সর্বোচ্চ সাতটি করে গোল করেন। রাজশাহীর সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা করেন এক গোল।
শনিবার (১৭ জানুয়ারি) দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ফরাশগঞ্জ ও আর্মির মধ্যে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। ফরাশগঞ্জ পাচ ম্যাচই জিতল। টানা পাচ ম্যাচেই গোল করেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। পাঁচ ম্যাচই তিনি ম্যাচ সেরা হয়েছেন। টানা ম্যাচ সেরা হওয়ার এমন ঘটনা ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে নেই।
আজকে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি ও বিকেএসপির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সিরাজ স্মৃতিকে ৫-০ গোলে হারায় সদ্য পুষ্করণীকে। গত আসরের চ্যাম্পিয়ন নাসরিনকে ০-২ গোলে হারায় ঢাকা রেঞ্জার্স।
নারী ফুটবল লিগ মানেই যেন গোলবন্যা। আজও এক ম্যাচে ২৪ গোল হয়েছে। ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ২৪-০ গোলে কাচারীপাড়া একাদশকে পরাজিত করে।
আলপি আক্তার ও প্রীতি সর্বোচ্চ সাতটি করে গোল করেন। রাজশাহীর সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা করেন এক গোল।
শনিবার (১৭ জানুয়ারি) দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ফরাশগঞ্জ ও আর্মির মধ্যে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। ফরাশগঞ্জ পাচ ম্যাচই জিতল। টানা পাচ ম্যাচেই গোল করেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। পাঁচ ম্যাচই তিনি ম্যাচ সেরা হয়েছেন। টানা ম্যাচ সেরা হওয়ার এমন ঘটনা ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে নেই।
আজকে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি ও বিকেএসপির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সিরাজ স্মৃতিকে ৫-০ গোলে হারায় সদ্য পুষ্করণীকে। গত আসরের চ্যাম্পিয়ন নাসরিনকে ০-২ গোলে হারায় ঢাকা রেঞ্জার্স।