কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী ২৫ আগস্ট সরকার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে বলে জানয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারেন।
শফিকুল আলম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার হবে। সেমিনারে সহ- সহযোগী হিসেবে কাজ করবে মালয়েশিয়া ও ফিনল্যান্ড। এছাড়া কাতারের দোহাতে রোহিঙ্গা সমস্যা নিয়ে আরও একটি বড় সেমিনার হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এমইউ/এমআইএইচএস/এমএস