২৮ জানুয়ারি আনসার-ভিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের আগামী ২৮ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এজন্য তাদের আইন-শৃঙ্খলা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। মাঠ পর্যায়ে যাতে তাদের প্রশিক্ষন প্রদান করা হয় সে জন্য নির্বাচনি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণের প্রশিক্ষণ প্রয়োজন। এতে আরও বলা হয়, প্রশিক্ষণটি দিনব্যাপী আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯ টা থেকে শুরু হবে। এ প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সক

২৮ জানুয়ারি আনসার-ভিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের আগামী ২৮ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এজন্য তাদের আইন-শৃঙ্খলা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। মাঠ পর্যায়ে যাতে তাদের প্রশিক্ষন প্রদান করা হয় সে জন্য নির্বাচনি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণের প্রশিক্ষণ প্রয়োজন।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণটি দিনব্যাপী আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯ টা থেকে শুরু হবে। এ প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সকল) যাতে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সে বিষয়ে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানাতে হবে।

এতে আরও বলা, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সকল) যাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সেই জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে বলা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow