২৮৭ কোটি টাকা ব্যয়েও সিস্টেম ডেভেলপ হয়নি, এটা হতাশার

2 months ago 10

আইসিটি বিভাগের ‘হার পাওয়ার প্রকল্প’ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। লার্নিং ম্যানেজমেন্টে সিস্টেম (এলএমএস) না থাকা, রাজনৈতিক প্রভাবে প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণে পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকার অভিযোগ শুনে এ হতাশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেছেন, ২৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা হয়নি। এটা হতাশার বিষয়।

এ সময় এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পাওয়া ২৫ হাজার নারীর ডেটাবেস করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ জুন) আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে হার পাওয়ার প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালায় তিনি এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসএম/এএমএ/এমএস

Read Entire Article