২৯ বছরে প্রথমবার লঙ্কান টেস্ট ক্রিকেটে ঘটলো এমন ঘটনা

2 months ago 9

ক্রিকেটে সাধারণত ডানহাতি-বাঁহাতি সমন্বয় করে ব্যাটিংয়ে নামে যেকোনো দল। এই কৌশল ব্যবহার করা হয় যেন প্রতিপক্ষের বোলার খুব বেশি সুবিধা করতে না পারেন কিংবা ফিল্ডিং সাজাতেও জটিলতায় পড়েন।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে দুই ডানহাতি ব্যাটারকে দিয়ে নিজেদের প্রথম ইনিংস শুরু করেছে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিনে লঙ্কানদের ইনিংস ওপেন করেন দুই ডানহাতি ব্যাটার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা।

লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার এই কৌশল স্মৃতি ফিরিয়েছে সাড়ে ২৯ বছর আগের।

টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১৯৯৫ সালে দুই ডানহাতিকে দিয়ে ইনিংস ওপেন করেছিল লঙ্কানরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ইনিংস ওপেন করেছিলেন রোশান মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে।

এরপর গলে বাংলাদেশের বিপক্ষে চলমান এই টেস্টের আগ পর্যন্ত ২৬০টি টেস্ট খেলেছিল লঙ্কানরা। দীর্ঘ এই সময়ে আর দুই ডানহাতিকে দিয়ে ইনিংস ওপেন করেনি ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি।

এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় লাহিরুর। কিন্তু টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটি রাঙাতে পারেননি তিনি। নিশাঙ্কার সঙ্গে উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করলেও ব্যক্তিগত ২৯ রানেই আউট হন লঙ্কান ব্যাটার।

এমএইচ/এএসএম

Read Entire Article