বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত আইজিপি, সাতজন ডিআইজি ও আটজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি হওয়া তিন অতিরিক্ত আইজিপির মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে পুলিশ সদর দপ্তরে এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
টিটি/এমএইচআর