তিন দফা দাবি আদায়ে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল কাম্পাসের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে তারা গেটে তালা লাগায়।
জানা গেছে, আইন, ফুড অ্যান্ড নিউট্রিশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের শিক্ষার্থীরা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউবি' ব্যানারে ৩ দফা দাবি আদায়ে দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি পালন করে আসছিল।
তাদের ৩ দফা দাবি হলো - মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা ও আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন করা; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) ও শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করতে হবে এবং স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ চালু করতে হবে, মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করতে হবে।