৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

সম্পূরক বৃত্তি, পুরান ঢাকায় নির্মাণাধীন হল এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেলসহ অন্য নেতাকর্মীরা। স্মারকলিপিতে বলা হয়, কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। আমরা প্রশাসনের কাছে জানতে চাই নির্মাণকাজের অগ্রগতি কেমন ও কবে নাগাদ এর প্রথম ধাপের কাজ সমাপ্তির পরিকল্পনা রয়েছে। ছাত্র সমাজের জন্য এই রূপরেখাটি প্রকাশের জোর দাবি জানাচ্ছি। এছাড়া এতে পুরান ঢাকায় নির্মাণাধীন হলের সর্বশেষ অবস্থা ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও আর্থিক সুবিধা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে আমরা

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

সম্পূরক বৃত্তি, পুরান ঢাকায় নির্মাণাধীন হল এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেলসহ অন্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। আমরা প্রশাসনের কাছে জানতে চাই নির্মাণকাজের অগ্রগতি কেমন ও কবে নাগাদ এর প্রথম ধাপের কাজ সমাপ্তির পরিকল্পনা রয়েছে। ছাত্র সমাজের জন্য এই রূপরেখাটি প্রকাশের জোর দাবি জানাচ্ছি।

এছাড়া এতে পুরান ঢাকায় নির্মাণাধীন হলের সর্বশেষ অবস্থা ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও আর্থিক সুবিধা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে আমরা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো সমাধান করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমাদের আজকের স্মারকলিপির মূল লক্ষ্য তিনটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তব অগ্রগতি সম্পর্কে জানা।

টিএইচকিউ/এমআইএইচএস/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow