৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

10 hours ago 5
ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩২টি স্টল নিয়ে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ আয়োজন করে। আগামী বৃহস্পতিবার এ মেলা শেষ হবে।  উদ্বোধন শেষে তানভীর আহমেদ বলেন, সরকারি উদ্যোগে এককভাবে পাটজাত পণ্যের মেলা এটি। এখানে ৩২টা স্টল আছে। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা উদ্যোক্তা, পণ্য প্রস্তুত করেন তারা এসেছেন। আমরা চাচ্ছি, ক্রমান্বয়ে পলিথিন এবং ক্ষতিকারক যে প্ল্যাস্টিক পণ্য আছে সেগুলোর পরিবর্তে পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব এই বিষয়গুলিতে উৎসাহিত করার জন্য, সেই দৃষ্টিকোণ থেকে এ মেলার আয়োজন। তিনি আরও বলেন ,কোর্ট-কাচারি খুবই জনবহুল এলাকা। সব সময় অনেক মানুষের সমাগম। এ কারণে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার আয়োজন করেছি। সবাইকে নিয়ে মেলায় ঘোরার আহ্বান জানান তিনি। এই মেলায় সাড়া পেলে এ ধরনের উদ্যোগ গ্রহণে সামনে আরও উৎসাহিত করবে। পাটজাত, পরিবেশবান্ধব পণ্যের বিস্তার ঘটাতে এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান জেলা প্রশাসক। উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার সুমি, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।   
Read Entire Article