৩ দেশের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

3 months ago 63

সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৩০ মে) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডারস্টম, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

Read Entire Article