দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টিও হচ্ছে। তবে গরম কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা-পূর্ব মৌসুমে আবহাওয়া এমনই থাকে। এখনকার হালকা বৃষ্টি খুব বেশি গরম কমাতে পারছে না। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এসব একাকায় তাপমাত্রা সহনীয় থাকতে পারে।
এছাড়া অন্য ৫ বিভাগের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ ঢাকায়ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এরই মধ্যে ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
তিনি আরও জানান, গতকাল (বৃহস্পতিবার) থেকে নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমএইচআর/এমএস

5 months ago
27









English (US) ·