৩০ বছরের বড় অভিনেতার বিপরীতে এবার শ্রীলীলা

2 months ago 23

দক্ষিণের তারকা অভিনেতা পাওয়ান কল্যাণ অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘উস্তাদ ভগত সিং’-এর শুটিং শিগগিরই ফের শুরু হতে যাচ্ছে। এ সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। এই নায়িকার থেকে পাওয়ান ৩০ বছরের বড়।

সিনেমায় এ নায়িকার যুক্ত হওয়া নিয়ে একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, শ্রীলীলা বর্তমানে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো পাওয়ান কল্যাণের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ১০ জুন থেকে টানা এক মাস শুটিং চলবে। হরীশ শঙ্কর পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে এবং এটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘উস্তাদ ভগত সিং’ মূলত থালাপতি বিজয় অভিনীত ‘থেরি’ ছবির অফিসিয়াল তেলেগু রিমেক। পরিচালক হরীশ শঙ্কর এ ছবিতে এক প্রাক্তন আইপিএস অফিসারের গল্প তুলে ধরছেন, যিনি মেয়েকে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। কিন্তু অতীতের শত্রুরা যখন তার সামনে ফিরে আসে, তখন মেয়েকে রক্ষা করতে আবারও তাকে লড়াইয়ে নামতে হয়।
অন্যদিকে, পাওয়ান কল্যাণকে শিগগির বড় পর্দায় দেখা যাবে ‘হরি হরা বীর মাল্লু’ ছবিতে। কৃষ জাগারলামুডি ও এ এম জ্যোতি কৃষ্ণা পরিচালিত এ ঐতিহাসিক অ্যাকশন ছবিটি মুক্তি পাবে ১২ জুন। ছবিতে ববি দেওল, নিধি আগরওয়াল, নারগিস ফখরি, নোরা ফতেহিসহ একাধিক তারকার মুখ দেখা যাবে।

এ ছাড়া শ্রীলীলার ঝুলিতেও রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে ‘জুনিয়র’, ‘ম্যাস যাত্রা’ এবং হিন্দি সিনেমা ‘আশিকি-৩’।
 

Read Entire Article