৩০ বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে মারলো এলাকাবাসী

3 months ago 25

নীলফামারীর জলঢাকায় ৩০টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মেরেছেন এলাকাবাসী। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকজন যুবক বুড়ী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তারা আশপাশের লোকজনকে ডাক দিলে সবাই গিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এ সময় সাপের পেট থেকে ৩০টি বাচ্চা বের হলে স্থানীয়রা বাচ্চাগুলোও মেরে ফেলে। সাপটির ছবি দেখে অনেকে সেটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।

স্থানীয় কৃষক মোতানাব্বির রহমান বলেন, মানুষের উপস্থিতি টের পেলে যে কোনো সাপ সরে যায়। আজ দেখলাম এ সাপ তেড়ে আসছে।

উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) হাফিজুল ইসলাম বলেন, সাপটি দেখে মনে হচ্ছে রাসেলস ভাইপার। সেটির পেট থেকে ৩০টি বাচ্চা পাওয়া যায়।

নীলফামারী বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, রাসেলস ভাইপার বিষধর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। একটি গুজব রয়েছে এ সাপে কাটলে নিশ্চিত মৃত্যু। এটি আসলে ঠিক কথা নয়।

ইব্রাহিম সুজন/আরএইচ/জেআইএম

Read Entire Article