কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিলকাঠিয়া গ্রামের কৃষক টুটুল শেখ এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন তার আদরের ফ্রিজিয়ান ষাঁড় ‘কালো পাহাড়’ নিয়ে। প্রায় সাড়ে তিন বছর ধরে সন্তানের মতো লালনপালন করা এ ৩০ মণের গরুটির এখন পর্যন্ত কোনো ক্রেতা মেলেনি। অথচ ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন।
টুটুল শেখ, তার স্ত্রী মিরানা খাতুন ও ছেলে সুরুজ আলী শেখ মিলে এ গরুটি লালনপালন করেছেন শুরু থেকে। টিনশেডের মেঝেপাকা... বিস্তারিত