৩০০ আসনেই নির্বাচন হবে, আজ থেকে ব্যালট ছাপা শুরু

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। ফলে ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। শফিকুল আলম আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের ব্যবহৃত বডি অন ক্যামেরার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেসসচিব বলেন, ‘পুলিশের কাছে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা পর্যবেক্ষণ করে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’ ভোটের

৩০০ আসনেই নির্বাচন হবে, আজ থেকে ব্যালট ছাপা শুরু

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। ফলে ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

শফিকুল আলম আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের ব্যবহৃত বডি অন ক্যামেরার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেসসচিব বলেন, ‘পুলিশের কাছে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা পর্যবেক্ষণ করে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’

ভোটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow