৩০০ গুম-খুনের অভিযোগ: কাঠগড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও নৃশংস হত্যাকাণ্ডের একাধিক লোমহর্ষক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জনকে গণকবর দেয়া বা হত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ। এ ছাড়া বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সরাসরি সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য মিলেছে বলে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর আদালতকে অবহিত করেন যে, এই বিশাল সংখ্যক গুম ও খুনের ঘটনার অধিকতর তদন্ত বর্তমানে চলমান রয়েছে। এদিকে, জুলাই ছাত্র-জনতার বিপ্
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও নৃশংস হত্যাকাণ্ডের একাধিক লোমহর্ষক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জনকে গণকবর দেয়া বা হত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ।
এ ছাড়া বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সরাসরি সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য মিলেছে বলে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে।
চিফ প্রসিকিউটর আদালতকে অবহিত করেন যে, এই বিশাল সংখ্যক গুম ও খুনের ঘটনার অধিকতর তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
এদিকে, জুলাই ছাত্র-জনতার বিপ্লব চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনা অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালতে প্রসিকিউশন টিমের সদস্য এবং সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?