৩১ দফা নিয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছাত্রদল

5 days ago 7

ছাত্র-জনতার আকাঙ্খাকে ধারন করে ছাত্ররাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

এর ধারাবাহিকতায় জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়, বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। এ সময় ৩১ দফা ও ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য ও আগামীর ভবিষ্যতের রুপরেখা সম্বলিত বইও বিতরণ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আ হ ম খোকন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, দপ্তর সম্পাদক স্বপন শেখসহ রায়গঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব।

মমিনুল ইসলাম জিসান কালবেলাকে বলেন, আমরা সিরাজগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ৩১ দফার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছি শহীদ জিয়ার জাতীয়তাবোধ এবং দেশ নিয়ে ভাবনার কথা। আমরা আগামীর বাংলাদেশ কেমন চাই, কিভাবে চাই- সেই আলোকে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের গুরুত্বপূর্ণ মতামত, দেশ নিয়ে ভাবনা আমাদের আবেগতারিত করেছে। বর্তমান প্রজন্ম ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে বৈষম্যহীন এবং উদার বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবে সেই বিশ্বাস দৃঢ় হয়েছে বলেও জানান মমিনুল ইসলাম জিসান।

Read Entire Article