ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে চাই, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুষ্ঠু রাষ্ট্রকাঠামো উপহার পায়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কফিল উদ্দিন বলেন, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান এই এলাকায় থাকবে না। কেউ এমন অন্যায় কাজে জড়ালে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রাজধানীর দক্ষিণখানসহ প্রতিটি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তরখান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিএনপি জনগণের দল। এই দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
তারা আরও বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য।
বৈঠক শেষে এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির প্রচারে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

2 hours ago
5









English (US) ·