৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার সেই রিকশাচালক কারামুক্ত

4 hours ago 5
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমান অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।  স্থানীয় সূত্র জানায়, ওই রিকশাচালক সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যান, যেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষ ও কিশোর-তরুণরা। সেখানেই পুলিশ সন্দেহজনক আচরণের অভিযোগে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে তার জামিন আবেদন নাকচ করলেও পরবর্তী শুনানিতে জামিন মঞ্জুর হয়। পরিবারের সদস্যরা জানান, গ্রেপ্তারের খবরে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। একজন দিনমজুর রিকশাচালকের বিরুদ্ধে এমন অভিযোগে তারা হতবাক। গ্রেপ্তারের পর থেকে রিকশাচালকের পরিবার চরম আর্থিক ও মানসিক চাপে ছিলেন। জামিনে মুক্তির পর পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, মামলার তদন্ত এখনো চলমান। জামিনে মুক্ত থাকাকালীন তাকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র নিশ্চিত করেছে যে, ১৮ আগস্ট সন্ধ্যা ছয়টা পঞ্চাশের  দিকে তিনি কারাগার থেকে বের হন এবং পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে  আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ এটিকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পুলিশের সতর্কতা ছিল যৌক্তিক। তবে জামিনে মুক্তির পর পরিস্থিতি আপাতত শান্ত।
Read Entire Article