৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।  মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সর্তক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশেপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে।  এর আগে গতকাল সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশে বিক্ষুব্ধ জনতার স্রোত জমে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষও আরও ঘনঘন হয়ে উপস্থিত হন।

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সর্তক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।

সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশেপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। 

এর আগে গতকাল সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশে বিক্ষুব্ধ জনতার স্রোত জমে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষও আরও ঘনঘন হয়ে উপস্থিত হন।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে জনতা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে সক্ষম হয়নি। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow