৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রনি

1 month ago 31
জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার হার্ডলসে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ১৯৯৩ সালে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈমের রেকর্ড (৫১.৮৭) ভেঙেছেন এ হার্ডলার। জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মোট তিন জাতীয় রেকর্ড হলো। ৪০০ মিটার হার্ডলস নারী বিভাগেও রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর বর্ষা খাতুন ১ মিনিট ৪.৬১ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড গড়েন। ২০২২ সালে একই দলের লিবিয়া খাতুনের (১ মিনিট ৪.৭০ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বর্ষা খাতুন। এ ছাড়া নারীদের ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্টে রেকর্ড গড়েছে শিরিন আক্তার, সনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়কে নিয়ে গড়া নৌবাহিনী দল। এ জন্য সময় লেগেছে ৪৬.৪৩ সেকেন্ড। দ্বিতীয় দিন পর্যন্ত ২৮ ইভেন্ট সম্পন্ন হয়েছে। ১৫ স্বর্ণ, ১৪ রুপা ও ১৪ ব্রোঞ্জ মিলিয়ে ৪৩ পদক নিয়ে শীর্ষে আছে সেনাবাহিনী। ১৩ স্বর্ণ, ১২ রুপা এবং ৮ ব্রোঞ্জ মিলিয়ে ৩৩ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে নৌবাহিনী। ২ রুপা ও ১ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।
Read Entire Article