৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, দ্রুত সংযোগের নির্দেশ ইসির
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত তালিকাভুক্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে এখনো ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। উক্ত ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। এতে আরও বলা হয়, ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব সেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইশের শেষ দিন আজ রোববার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত তালিকাভুক্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে এখনো ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। উক্ত ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।
এতে আরও বলা হয়, ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব সেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইশের শেষ দিন আজ রোববার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
What's Your Reaction?