৩৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার 

10 hours ago 4

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

বুধবার (৮ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারি মো. এলাহী শেখকে (২৮) গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। 

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাত ৯টায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদের সামনে কতিপয় মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে টিমটি ধোলাইপাড় মোড়ে কৌশলে অবস্থান নেয়। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ধোলাইপাড়ের দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান রোডের বাইতুল শাফস কবরস্থান রোডের শারফ মসজিদের মেইন গেটের সামনে থেকে এলাহী শেখকে গ্রেপ্তার করা হয়। 

সূত্রে আরও জানা যায়, এ সময় তার সঙ্গে থাকা মো. রিপন ও মো. রমজান নামে দুজন কৌশলে পালিয়ে যায়। এলাহী শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির পেছনে গাঁজা রয়েছে। পরে তার দেখানো মতে কাভার্ডভ্যানটির পেছন থেকে ৯টি প্যাকেটে রক্ষিত সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ  দুই হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। এ ঘটনায় এলাহী শেখ ও পলাতক মো. রিপন ও মো. রমজানের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত এলাহী শেখ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। এলাহী শেখ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

Read Entire Article