দীর্ঘদিন জন্ডিসে ভুগে মারা গেছেন কন্নড় চলচ্চিত্রের তরুণ অভিনেতা সন্তোষ বলারাজ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৪ বছর।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরেই সন্তোষ বলারাজ জন্ডিসে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে সংক্রমণ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। কিন্তু উন্নত চিকিৎসা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।
সন্তোষ বলারাজ ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আনেকাল বলারাজের ছেলে। আনেকাল বলারাজ ‘কারিয়া’, ‘কারিয়া ২’, ‘জ্যাকপট’-এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক ছিলেন।
আনেকাল বলারাজও ২০২২ সালের ১৫ মে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক মাথার আঘাত পেয়ে মারা যান তিনি। ঘটনার পর চালক পালিয়ে যায়।
বাবার মৃত্যুর তিন বছর পর এবার চলে গেলেন ছেলে সন্তোষও। তিনি অবিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গেই বসবাস করতেন।
২০০৯ সালে বাবার প্রযোজনায় নির্মিত ‘কেম্পা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় সন্তোষের। ছবিটি ছিল একটি অ্যাকশন থ্রিলার। সেখানে অভিনয় করেছিলেন সাই ধনশিকা, প্রদীপ রাওয়াত ও অভিনাশ প্রমুখ।
এরপর ২০১২ ও ২০১৩ সালে ‘ওলাভিনা ওলে’ এবং ‘জন্মা’ ছবিতে অভিনয় করেন। ‘ওলাভিনা ওলে’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও ‘জন্মা’ সমালোচকদের প্রশংসা কুড়ায়।
পরবর্তীতে তিনি গ্যাংস্টার ঘরানার ‘গণপা’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কারিয়া ২’, যা ২০১৭ সালে প্রেক্ষাগৃহে আসে। এই ছবিটি ২০০৩ সালের সুপারহিট ছবি ‘কারিয়া’র স্বতন্ত্র সিক্যুয়েল হিসেবে বিবেচিত।
তরুণ বয়সে এমন এক প্রতিভাবান অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে স্যান্ডালউড (কন্নড় চলচ্চিত্র জগতে)। সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
এলআইএ/এএসএম