জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় চাকরি মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’। এই মেলায় ৩৫ দেশের শীর্ষস্থানীয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন পদে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে। মেলায় জবি শিক্ষার্থী ছাড়াও সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম মেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ঘুরে দেখেন।
মেলার দ্বিতীয় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৩৫ শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ লাভ করেছেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে অন-স্পট ইন্টারভিউ দিতেও দেখা গেছে কিছু চাকরি প্রার্থীকে।
মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইস্পাহানি লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ডাবর, ইউনাইটেড ফাইনেন্স, এনপোলি, রেডমি, ক্রিয়েটিভ আইটি, অইডিসি পিএলসি, ইশিখনসহ বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।
- আরও পড়ুন
- গুপ্ত সংগঠনের অস্তিত্ব না রাখার ক্ষমতা ছাত্রদলের রয়েছে: সভাপতি
- বেরোবিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে মশাল মিছিল
- নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি
মেলায় আসা শিক্ষার্থীরা বলেন, জবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত বড় প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই ধরনের চাকরি মেলা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। চাকরি মেলার মাধ্যমে ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ আমাদের জন্য একটি অনন্য পাওয়া। আশা করছি, ক্যারিয়ার ক্লাব প্রতি বছর এ ধরনের প্রোগ্রাম আরও বড় পরিসরে আয়োজন করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, জবি ক্যারিয়ার ক্লাবের এই ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ মাধ্যম নবীন স্নাতক পাস করা শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবেন। আমরা চেষ্টা করবো, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করার। যেন নবীন স্নাতক ও তরুণ পেশাদারদের চাকরি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জবি ক্যারিয়ার ক্লাবের চাকরি মেলার প্রথম দিনের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশনের একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে ‘বৈশ্বিক পেশাগত সুযোগ’ বিষয়ক সেশনে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেড এর বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন; ‘ক্রেকিং কর্পোরেট কোড’ বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন; তৃতীয় সেশনে ‘সিভি মেকিং’ বিষয়ে আলোচনা করে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহী মো. জামিল রওশন।
আরএএস/এমআরএম/এএসএম