৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

ভারতের ফুটবলে শোকের ছায়া। মারা গেলেন দেশটির সাবেক ফুটবলার সুখেন দে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এত অল্প বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না ক্রীড়াঙ্গনের কেউই।  ফুটবল ছাড়ার পর ভারতীয় রেলে চাকরি করতেন সুখেন দে। অন্য দিনগুলোর মতো এ দিনও তিনি ডিউটিতে যোগ দেন। কিন্তু সেখানেই ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর ফেরানো যায়নি, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসছে ১ জানুয়ারি ছিল তার জন্মদিন। কিন্তু জন্মদিনের পাঁচ দিন আগেই পৃথিবীয় মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে মোহনবাগানের জার্সিতে আইলিগ জিতেছিলেন সুখেন। ছিলেন দলের সাফল্যের অন্যতম কান্ডারি। সেই মৌসুমে আইলিগ জেতার জন্য স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো খেলা খেলেছিলেন। কারণ সেই সময়ে তিনি আটকে রাখতেন ওডাফা ওকোলিকে। ওডাফা বল পাওয়া মানে নিশ্চিত গোল। সেই ওডাফাকে আটকে দিয়েছিলেন তিনি।  সবসময় আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সুখেন। বেশ কয়েকটি ম্যাচে সবুজ মেরুনের রক্ষণ সামলান। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ইউনাইটেড স্পোর্টসের হয়ে। ২০১১

৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

ভারতের ফুটবলে শোকের ছায়া। মারা গেলেন দেশটির সাবেক ফুটবলার সুখেন দে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এত অল্প বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না ক্রীড়াঙ্গনের কেউই। 

ফুটবল ছাড়ার পর ভারতীয় রেলে চাকরি করতেন সুখেন দে। অন্য দিনগুলোর মতো এ দিনও তিনি ডিউটিতে যোগ দেন। কিন্তু সেখানেই ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর ফেরানো যায়নি, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসছে ১ জানুয়ারি ছিল তার জন্মদিন। কিন্তু জন্মদিনের পাঁচ দিন আগেই পৃথিবীয় মায়া কাটিয়ে চলে গেলেন তিনি।

২০১৪-১৫ মৌসুমে মোহনবাগানের জার্সিতে আইলিগ জিতেছিলেন সুখেন। ছিলেন দলের সাফল্যের অন্যতম কান্ডারি। সেই মৌসুমে আইলিগ জেতার জন্য স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো খেলা খেলেছিলেন। কারণ সেই সময়ে তিনি আটকে রাখতেন ওডাফা ওকোলিকে। ওডাফা বল পাওয়া মানে নিশ্চিত গোল। সেই ওডাফাকে আটকে দিয়েছিলেন তিনি। 

সবসময় আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সুখেন। বেশ কয়েকটি ম্যাচে সবুজ মেরুনের রক্ষণ সামলান। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ইউনাইটেড স্পোর্টসের হয়ে। ২০১১-১২ মৌসুমে তিনি ইউনাইটেডের জার্সিতে অভিষেক করেন। সেখানে তিন মৌসুম খেলার পর যোগ দেন মোহনবাগানে। ইউনাইটেড স্পোর্টসের জার্সিতে গোলও রয়েছে তার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow