৩৮৮ নারীর মধ্যে চাকরি পেয়েছেন ২৬৫ জন

3 months ago 27

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণ পূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছিল ৩৮৮ জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে ২৬৫ জনকে প্রাণ-আরএফএল গ্রুপ, মেটাডোর গ্রুপ এবং এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেড চাকরি দিয়েছে।

বৃহস্পতিবার ১২তম ওই প্রশিক্ষণ ব্যাচের ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সনদ ও নিয়োগপত্র দেওয়া হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটাক এ তথ্য তুলে ধরেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটাকের মহাপরিচালক পরিমল সিংহ। প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা।

কামরুন নাহার সিদ্দীকা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিটাকের এ প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

এ সময় কামরুন নাহার সিদ্দীকা নারী কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাণ-আরএফএল গ্রুপ, মেটাডোর গ্রুপ এবং এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডকে ধন্যবাদ জানান।

এনএইচ/এমআরএম/এমএস

Read Entire Article