৪ দফা দাবি আদায় ছাড়া সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন চলবে

1 month ago 12

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছে জরুরি বিভাগের সকল চিকিৎসকরা। এর সাথে চার দফা দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানান তারা।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এসব দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

শাটডাউনের আওতায় সারাদেশের সরকারি-বেসরকারি সকল হাসপাতালে ও প্রাইভেট চেম্বারে ডাক্তারদের সকল ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে জরুরি বিভাগ, বহির্বিভাগ, জরুরি অপারেশন সব বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

/জেআইএম

Read Entire Article