৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

2 months ago 22

নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান। 

রোববার (০৮ ডিসেম্বর) আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে এক সংবাদ স‌ম্মে‌লনে এ তথ্য জানান তিনি।

মাকসুদুর রহমান বলেন, নিরাপত্তা ব্যবস্থার জন্য আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের বৈঠকে এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। ৩১ ডিসেম্বর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে বছরের শেষ দিন। সেদিন রাতে নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব করা হয়, যা ‘থার্টি ফার্স্ট নাইট’ নামে পরিচিত।

Read Entire Article