৪ নেতাকে সুখবর দিল বিএনপি
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সাবানা বেগম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার হোসেন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলছুম বানু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদশাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে বেশ কয়েকজন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সাবানা বেগম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার হোসেন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলছুম বানু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদশাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বেশ কয়েকজন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।
What's Your Reaction?