৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

2 weeks ago 10

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. বাদল (৪২), মো. শান্ত (১৯), সাইফুল ইসলাম লিটন (৩৮) ও মো. গিয়াস উদ্দিন (৩৮)। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে (দিলু মসজিদের বিপরীতে) পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য কাভার্ডভ্যানসহ অবস্থান করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধার গাঁজা তাদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article