ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩০ শিশু-কিশোরকে বাইসাইকেলসহ নানা উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব ধর্মপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেলিম খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তানিম ও জিয়া উদ্দিন রাকিবের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও গজারিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ৩০ শিশু-কিশোরের হাতে বাইসাইকেল, চার্জার ফ্যান, ডিনার সেট ও স্কুল ব্যাগ তুলে দেন অতিথিরা।
পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেলিম খন্দকার জানান, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এবং মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটি ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ঈদগাহ নির্মাণ, মসজিদে পানির ফিল্টার স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান, অসুস্থদের চিকিৎসা অনুদানসহ সমাজের অসহায় মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দানশীলদের সহযোগিতায় আরও নতুন নতুন কর্মসূচি নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এমএস