৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬০ শিশু-কিশোর

11 hours ago 4

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুরের ৬০ শিশু-কিশোর।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ৬০ জন শিশু-কিশোরকে বাইসাইকেল ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

জানা যায়, ৪০ দিন আগে আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী মসজিদের মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে। ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে।

টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ৬০ জনের হাতে শুক্রবার সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ ওই সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।

ওই পুরস্কার ও আলোচনাসভা অনুষ্ঠানে মসজিদের সেক্রেটারি ও জনতা ব্যাংকের বুড়িচং শাখার কর্মকর্তা আবু হেনা মো.আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আবু নছর মো. ফখরুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য মো. নজির আহম্মদ প্রমুখ।

আবু হেনা মো.আশ্রাফুজ্জামা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ৬০ শিশু-কিশোর। এর মধ্যে লটারি মাধ্যমে মো. অপু (প্রথম), মো. তামিম (দ্বিতীয়), মো. জাকারিয়া (তৃতীয়সহ) ৬ জন কিশোরকে বাইসাইকেল ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকবে।

Read Entire Article