৪০ বছর পর খুলে গেল ঢাকা মেডিকেলের সেই আমতলার গেট
ঢাকা মেডিকেলে (ঢামেক) ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলা। বায়ান্নার ভাষা আন্দোলনের এই ঐতিহাসিক প্রাঙ্গণ ছোঁয়া মেডিকেলের সেই গেটটি প্রায় ৪০ বছর পর খুলে দিল ঢামেক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালের দিকে পূর্ব ঘোষণা ছাড়াই খুলে দেওয়া হয় গেটটি। অবশ্য সিদ্ধান্তে খুশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে সরাসরি একটি গেট দিয়ে প্রবেশ করায় জরুরি বিভাগের গেটের সামনে যানজট লেগেই থাকে। এখন বিকল্প গেটটি খুলে দেওেয়ায় ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?
