‘৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে’

2 months ago 5
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল। রোববার (২২ জুন) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপরই বের হয়ে এসে নেতারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা ৩টি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন। বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়। কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে। এ ছাড়া আবেদনের আগে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার সব কিছুই আমাদের প্রস্তুত আছে। কাগজপত্র এতটাই বেশি যে ট্রাকে করে নিয়ে আসতে হয়েছে। এখন আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে সেগুলো জমা দেবে। তিনি আরও জানান, আবেদন জমার পর নেতাকর্মীরা শান্তভাবে অবস্থান নেবেন এবং পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন।
Read Entire Article