ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে অলআউট করে দেয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেট সমর্থকরা তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন; কিন্তু তাদের কপালে কী দুর্ভোগ অপেক্ষা করছিলো, সেটা হয়তো মোটেও টের পায়নি খোদ লঙ্কান ক্রিকেটাররাও।
ডারবানে দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার পর ব্যাট করতে নেমেই শ্রীলঙ্কান ব্যাটাররা টের পেলো, এ উইকেটে ব্যাটিং করা সত্যিই দুরহ কোনো কাজ। শেষ পর্যন্ত সেটাই ঘটলো। রীতিমত লজ্জা উপহার দিলো লঙ্কান ব্যাটাররা।
একা এক মার্কো ইয়ানসেনের হাতে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছে সফরকারী শ্রীলঙ্কা। যার ফলশ্রুতিতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা নিয়ে অলআউট হতে হলো ধনঞ্জয়া ডি সিলভাদের। মাত্র ৪২ রানে অলআউট হলো লঙ্কানরা।
একাই ৭ উইকেট নেন মার্কো ইয়ানসেন। ২ উইকেট নেন জেলার্ড কোয়েৎজি এবং ১ উইকেট নেন কাগিসো রাবাদা।
বিস্তারিত আসছে
আইএইচএস/