৪৩তম বিসিএসের বাদ পড়া ২২৭ জনের নিয়োগের গেজেট মঙ্গলবার 

3 months ago 5
৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ প্রার্থীর নিয়োগের গেজেট আগামীকাল (মঙ্গলবার) প্রকাশিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এ গেজেটের জন্য অপেক্ষারত প্রার্থীদের উৎকণ্ঠার অবসান হবে।  সোমবার (১৯ মে) সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪৩তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার সমন্বয়ে গঠিত তিন সদস্যের কমিটি এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ সিদ্ধান্তের ফলে বাদ পড়া প্রার্থীরা দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়টি একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা করা যাচ্ছে। এর আগে, বাদ পড়া প্রার্থীরা তাদের হতাশার কথা জানিয়ে বলেছিলেন, বিসিএসের ইতিহাসে একবার গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার দ্বিতীয় কোনো উদাহরণ নেই। তাদের নিয়োগ স্থগিত করে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশিত হলে তারা ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর গত ২ জানুয়ারি তাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র চাওয়া হয়। প্রার্থীরা আবেদন করেন এবং সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকেন। গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, কারও বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে, তবে তারা যোগদান করতে পারবেন। তবে দুই মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি। প্রার্থীরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, তাদের জীবন যেন গত ৩০ ডিসেম্বরেই থমকে গিয়েছিল।
Read Entire Article