৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

2 hours ago 4

৪৫ বছর ধরে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে চরম দারিদ্র্যের মাঝে বসবাস করছিলেন বাগেরহাটের দেলোয়ার-রহিমা দম্পতি। সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর এই দম্পতির পাশে দাঁড়ালেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুস্তাফিজুর রহমান।   

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় ওই দম্পতির ঝুপড়ি ঘরে গিয়ে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা প্রদান করেন তিনি। 

এ সময় ইউএনও বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ দেখে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে থাকা দেলোয়ার-রহিমা দম্পতিকে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা দিয়েছি। তাদের মূল বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হওয়ায় তাদের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে যখন অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা কিংবা সংসার ভাঙার খবর প্রায়ই শিরোনাম হয়, তখন রহিমা-দেলোয়ার দম্পতি আমাদের জন্য ভিন্ন একটি দৃষ্টান্ত। তারা কখনো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি, এমনকি তা চরম দারিদ্র্যের মধ্যেও। তারা নিঃসন্দেহে নতুন প্রজন্মের দম্পতিদের জন্য এক অনুকরণীয় উদাহরণ।

Read Entire Article