৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

1 month ago 21

বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিক থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় যাত্রীর সংখ্যা ছিলো তুলনামুলক কম।

দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপার ভাইজার নূরুল আনোয়ার মিলন জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় ১৬ ফেরির মধ্যে আটটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

Read Entire Article