৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

3 months ago 38

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও, এবার বিস্তারিত রুটিন জানানো হলো। আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর, ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা নেওয়া হবে।

রোববার (২৫ মে) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম দিন, অর্থাৎ ২৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা ৩ আগস্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে শেষ হবে। ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।

Read Entire Article