৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি সংশোধন করল পিএসসি
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীদের নতুন বিজ্ঞপ্তি অনুসরনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯ মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমাদান প্রক্রিয়া গত ১ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে যারা ২৫ জুনের পর ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার (অর্থাৎ ২৮ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত) মধ্যে ফি জমা দিতে পারবেন।
বিশেষ এই বিসিএসের পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যে কোনো নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।