‘৫ আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়’

1 month ago 18

‘৫ আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। পুলিশ সম্পর্কে জনগণের যে ধারণা, সেটি পরিহার করে দেশ ও সমাজ সংস্কার করতে হবে। এ ছাড়া সম্ভব নয়।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) জামালপুরে সরিষাবাড়ীতে সরিষাবাড়ী থানার আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া এর সভাপতিত্ব করেন।

এসপি বলেন, পুলিশ বাহিনীতে ঊর্ধ্বতন কয়েকজন অসৎ পুলিশ অফিসারের কারণে আজ পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। যেসব সৎ ও নির্ভীক পুলিশ অফিসার বিভিন্নভাবে অবহেলিত ছিল। আজ তাদের পুলিশ বাহিনীতে পুনরায় যোগদান ও পদোন্নতি দিয়ে পুলিশ বাহিনীকে আরও বেগবান করা পরিচ্ছন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী থানার প্রাঙ্গণে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, গুজব, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানববন্ধন পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ নিয়ন্ত্রণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহিন প্রমুখ। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা, ব্যবসায়ীরা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতারাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Read Entire Article