৫ মাথার খুলিসহ আটক কথিত ভুয়া কবিরাজের কারাদণ্ড

2 months ago 29
পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম (৪৫) নামে কথিত এক ভুয়া কবিরাজকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই কারাদণ্ড দেন।  জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের কবিরাজ রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় তার আস্তানা থেকে পাঁচটি মাথার খুলি, ত্রিশূলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম বলেন, ভুয়া কবিরাজকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব অপকর্মের আরও সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুজ্জামান, জেলা এনএসআই সহকারী পরিচালক, থানা পুলিশসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Read Entire Article