৫ মিনিটের চার্জে এক ঘণ্টা চলবে ইয়ারবাড

1 day ago 6

জনপ্রিয় ব্র্যান্ড সোনি একের পর এক ইয়ারবাড আনছে বাজারে। যেগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এবার সংস্থা নিয়ে আসছে তাদের ডব্লিউএফ-সি৫১০ ওয়্যারলেস ইয়ারবাডস।

ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে সোনির এই ইয়ারবাডসে। এখানে রয়েছে ৬ মিলিমিটারের ড্রাইভার্স। ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। মাল্টিপয়েন্ট কানেকশন থাকার কারণে ইউজাররা এই ইয়ারবাডস একসঙ্গে দুটো ব্লুটুথ ডিভাইসে সংযুক্ত করতে পারবেন। এই ইয়ারবাডসে খুব হালকা হাতে ট্যাপ করলেও কাজ করবে একাধিক ফিচার।

ঘাম এবং পানির ক্ষেত্রে এই ইয়ারফোন রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং পানিতে সহজে নষ্ট হবে না সোনির নতুন ইয়ারবাডস। তাই জিমে গিয়ে ওয়ার্ক আউট করার সময় নিশ্চিন্তে এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন আপনি। কিংবা জগিং করার সময় বা অন্যভাবে শরীরচর্চার সময়েও কানে রাখা যাবে সোনির এই ইয়ারবাডস। ঘাম থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

দ্রুত যাতে এই ইয়ারবাডস ব্লুটুথ ডিভাইসে কানেক্ট হয়ে যায় তাই কুইক পেয়ারিংয়ের জন্য এই ইয়ারবাডসে রয়েছে ফাস্ট পেয়ারিং এবং সুইফট পেয়ারিং ফিচারের সাপোর্ট। চার্জিং কেস থেকে বের করার পর ইউজাররা যে কোনো একটি ইয়ারবাড আলাদা করে ব্যবহার করতে পারবেন। চার্জিং কেস ছাড়া এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১১ ঘণ্টা।

সোনির এই ইয়ারবাডসে রয়েছে অ্যাম্বাইন্ট সাউন্ড মোড যার সাহায্যে মিউজিক শোনার সময় আশপাশের কোনো প্রকার শব্দে অসুবিধা হবে না ইউজারদের। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসেই কাজ করবে। সোনির নতুন ইয়ারবাডস কালো, নীল, সাদা এবং হলুদ রঙে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এর দাম ৪ হাজার ৯৯০ রুপি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

Read Entire Article