৫ শতাধিক নবীণ শিক্ষার্থীকে কোরআন উপহার দিলো জবি শিবির

2 months ago 7

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক কোরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

‎রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাসের দিনেই এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎বাংলা বিভাগের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থী ফাহিম বলেন, ক্যাম্পাসে আসার প্রথম দিনেই এমন একটি অর্থবহ উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, নৈতিক শিক্ষা ও আত্ম-উন্নয়নের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে আমি মনে করি।

বোটানি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী তামান্না তাবাসসুম বলেন, এই উদ্যোগটি আমার কাছে অনেক প্রশংসনীয় লেগেছে। কোরআন মাজিদ উপহার হিসেবে পাওয়ার মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা চর্চার সুযোগ পাচ্ছি। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন একটা মানবিক ও শিক্ষামূলক উপহার পেয়ে আমি অভিভূত। এটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও সহায়ক হবে। আমি আশা করি, ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ চলমান থাকবে।

শাখা ছাত্রশিবির জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কোরাআন সংগ্রহ করতে পারবেন। সারাদিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবেন।

‎‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষাথীদের মাঝে কোরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিষ্ট্রেশন করেছিল তাদেরকেও দেওয়া হবে। দিনব্যাপী এ কর্মসূচিতে ১ হাজার শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে কোরআনের আলো বিকশিত করাই আমাদের লক্ষ্য। জ্ঞানের আলোয় আলোকিত হবে সব শিক্ষার্থীর অন্তর।

টিএইচকিউ/এএমএ/এমএস

Read Entire Article